বিবাহ রেজিস্টার হুসাইনের বিরুদ্ধে সদর উপজেলা কাজী সমিতির এন্তার অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর পৌরসভার ২নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার মোহাম্মদ হুসাইনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুৃলে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলা কাজী সমিতির নেতৃবৃন্দ। কতকাল বুধবার প্রেসকাব যশোরে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সেক্রেটারি কাজী কামাল হোসেন বলেন, হুসাইন কাজী দীর্ঘ দিন ধরে অবাধে বাল্যবিবাহ-সহ বেআইনভাবে বিবাহ ও তালাক সম্পাদন করে আসছেন। গত ৩১ আগস্ট জজকোর্ট গেটে নাম্বার ওয়ার্ডের কাজী অফিসে সভা চলাচলে তিনি আকস্মিকভাবে উপস্থিত ছিল। এ সময় জেলা কাজী সমিতির সেক্রেটারি মোশারেফ হোসেন উপস্থিত কাজীদের সতর্কতার সাথে কাজ করার অনুরোধ করেন। সাথে সাথে হুসাইন কাজী তাকে অশালীন গালমন্দ করেন এবং তার জীবন নাশের হুমকি দেন। তিনি হুসাইন কাজীর এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় সংগঠনের সভাপতি মনিরুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।