নড়াইলের এস.কে কামরুল লায়ন্স ফাউন্ডেশনের প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইল জেলার কৃতী সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তরুণ সমাজসেবক লায়ন এস কে কামরুল বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের প্রথম ভাইস চেয়ারম্যান (২০২০-২০২১) নির্বাচিত হয়েছেন। তিনি লায়ন্স আন্তর্জাতিক কনভেনশন ও বিভিন্ন সেমিনারে আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, হংকং, ইংল্যান্ড, তিউনিসিয়া, মিশর, দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়া, শ্রীলংকা, নেপাল ও ভুটানসহ পৃথিবীর বহুদেশে অংশগ্রহণ করেছেন। এস কে কামরুল একমাত্র বাংলাদেশি লায়ন যিনি লায়ন্স ইউনিভার্সিটি, আমেরিকা থেকে লিডারশিপ এ মাস্টার্স করেছেন এবং বর্তমানে একই ইউনিভার্সিটিতে ডক্টরেট করছেন। আর্ত-মানবতার সেবায় নিবেদিত এস কে কামরুল অত্যন্ত মেধাবী, বিনয়ী, আত্মপ্রত্যয়ী ও সৃজনশীল মানুষ হিসেবে সর্বজন সমাদৃত। লায়ন এস কে কামরুলকে অভিনন্দন জানিয়েছে নড়াইল ও লোহাগড়ার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।