পাটের মূল্য ৩ হাজার টাকা করার দাবি কৃষক সংগ্রাম সমিতির

0

কৃষক সংগ্রাম সমিতির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা কমিটির পক্ষ থেকে বুধবার জেলা প্রশাসকের মাধ্যমে পাট ও বস্ত্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি সোহরাব উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও যুগ্ম-সম্পাদক কামরুল হক লিকু। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সোহরাব উদ্দিন মাস্টার, হাফিজুর রহমান, সমীরণ বিশ্বাস প্রমুখ। নেতৃবৃন্দ পাটের মণপ্রতি সর্বনি¤œ মূল্য ৩ হাজার টাকা নির্ধারণ ও রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। স্মারকলিপিতে তুলে ধরা হয়, দেশের ৭০-৮০ শতাংশ বর্গাচাষি। সঙ্গত কারণে পাট উৎপাদন খরচ বেশি হয়। অঞ্চল ভেদে তা ২ হাজার থেকে ২ হাজার ৫ শ টাকা পর্যন্ত। আমরা পাটের মণপ্রতি মূল্য ৩ হাজার টাকা প্রদান করার দাবি জানাচ্ছি। ওই মূল্য প্রাপ্তির নিশ্চয়তা বিধানে সরকারকে সকল পাট ক্রয় করার দাবি জানাচ্ছি। বিজ্ঞপ্তি