মনিরামপুরে অজ্ঞাত রোগে আক্রান্ত মিজানুরের সংসার চলে ভিক্ষা করে

0

রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের মনিরামপুর উপজেলার পল্লীতে মিজানুর রহমান মোড়ল (৩০) নামে এক যুবক অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছেন। চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ব হারিয়ে তিনি এখন ভিা করে বেড়াচ্ছেন। তার সারা শরীরে বড় বড় আকৃতির মাংসপিন্ড ও ডান হাতের সাথে আরেকটি হাতের মত মাংস ঝুলে পড়েছে। হাটবাজার ও গ্রামগঞ্জে তিনি যখন ভিা করতে যান, তখন তাকে দেখে বিশেষ করে শিশুরা ভয়ে পালিয়ে যায়। অজ্ঞাত রোগে আক্রান্ত মিজানুর রহমান মোড়ল মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের রোহিতা গ্রামের তুরাব আলী মোড়লের ছেলে। মিজানুর রহমান এ প্রতিবেদককে বলেন, ১৫/১৬ বছর আগে তার সারা শরীরে ছোট ছোট মাংসপিন্ড দেখা দেয়। তখন থেকে বিভিন্ন ডাক্তার-কবিরাজ দিয়ে চিকিৎসা করাচ্ছেন। কিন্তু কোন উন্নতি হচ্ছে না। বরং শরীরের মাংসপিন্ডগুলো বড় বড় আকৃতি ধারণ করেছে। এজন্য শরীরে জ¦ালা-যন্ত্রণা লেগেই আছে। তিনি জানান, তার বাবার যা কিছু ছিল সব বিক্রি করে চিকিৎসা করিয়েছেন। কিন্তু সুস্থ হননি। বাবা রজব আলী অসুস্থ হয়ে এখন শয্যাশায়ী। যে কারণে চিকিৎসা ও সংসার চালানোর জন্য তাকে প্রতিদিন বিভিন্ন হাটবাজার ও গ্রামে গিয়ে ভিা করতে হচ্ছে। তিনি তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সাহায্য কামনা করেছেন।