যশোরে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ ও মরিচ বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বড় বাজারে মঙ্গলবার অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ ও কাঁচা মরিচ বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পেশকার শেখ জালাল উদ্দিন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার দুপুরে বড় বাজারে হাটখোলা রোডের আলুপট্টি ও এইচ এম এম রোডে অভিযান চালান। এ সময় আদালত দেখকে পান কাঁচামাল ব্যবসায়ীরা ১২০ টাকা কেজি দরে কেনা কাঁচা মরিচ ২শ’ টাকা বিক্রি করছেন। এছাড়া অনুরুপভাবে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। এ অপরাধে আদালত ৪ জন কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের সাথে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব, বাজার কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।