যশোরে ৯ মামলার আসামি ছাত্রলীগের সাবেক নেতা জুয়েল আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ৯ মামলার আসামি জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলোচিত কাজী তৌহিদুর রহমান জুয়েলকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে শহরের ঢাকা রোডস্থ বিসিএমসি কলেজের পেছনের একটি ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আটক কাজী তৌহিদুর রহমান জুয়েল (৩৫) শহরতলীর শেখহাটি লিচুতলা এলাকার কাজী আলমগীর হোসেনের ছেলে। কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, জুয়েল ঢাকা রোডস্থ বিসিএমসি কলেজের পেছন এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। ওই বাড়ি থেকে পুলিশ তাকে আটক করেছে। থানা পুলিশের এসআই লিটন মিয়া জানান, জুয়েল গত ২৬ ফেব্রুয়ারি কোতয়ালি থানায় দায়ের করা একটি অস্ত্র আইনের মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, আটক জুয়েলের বিরুদ্ধে কোতয়ালি থানায় মোট ৯টি মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র আইনের দুটি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা আছে একটি। উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল গোলাম রব্বানীর নেতৃত্বে পুলিশের একটি টিম শেখহাটি জামরুলতলার কাজী ছাত্রাবাসে অভিযান চালায়। ওই ছাত্রাবাসে বসে অপরাধমূলক কর্মকা- পরিচালনা করতেন আলোচিত জুয়েল। পুলিশ তল্লাশি চালিয়ে সেখান থেকে বিপুল অস্ত্র, গুলি, বোমা তৈরির সরঞ্জাম ও মদ উদ্ধার করে। পরে পুলিশ এ ঘটনায় আলোচিত জুয়েল ও তার পিতা আলমগীরের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করে। সেই থেকে জুয়েল পলাতক ছিলেন।