যশোর শিশু উন্নয়ন কেন্দ্র আরও তিন বন্দি কিশোর জবানবন্দি দিল আদালতে

0

স্টাফ রিপোর্টার ॥ তিন বন্দি কিশোর হত্যা মামলায় মঙ্গলবার তৃতীয় দিনে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের নির্যাতিত আরও ৩ বন্দি আদালতে সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন তাদের জবানবন্দি গ্রহণ করেন। এদিন আদালতে জবানবন্দি প্রদান করে নড়াইলের কালিয়া উপজেলার চান্দের চর এলাকার জহির হোসেনের ছেলে সাব্বির হোসেন, যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের ফারুকের ছেলে মারুফ ওরফে ঈশান ও চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়াড় গ্রামের ইশতিয়ার হোসেনের ছেলে পাভেল। এর আগে গত রোব ও সোমবার দু’দিনে ৬ জন বন্দি আদালতে তাদের ওপর নির্যাতনের বর্ণনা দিয়ে জবানবন্দি প্রদান করে। বাকি আরও ৬ বন্দি কিশোর আজ ও আগামীকাল পর্যায়ক্রমে আদালতে জবানবন্দি প্রদান করতে পারে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। উল্লেখ্য, গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ১৮ জন বন্দির ওপর নির্মম নির্যাতন চালানো হয়। এ ঘটনায় ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়।