সতীঘাটায় বাড়িতে ডাকাতি গৃহকর্তাকে কুপিয়ে জখম

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার সতীঘাটার একটি বাড়িতে গত সোমবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। দুর্বৃত্তরা গ্রিল কেটে ঘরে ঢুকে নগদ টাকা ও সোনার অলঙ্কার লুট করে নিয়ে গেছে। এ সময় তাদের হামলায় বাড়ির মালিক রবীন্দ্রনাথ জখম হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত একটার দিকে একদল দুর্বৃত্ত সতীঘাটার বাসিন্দা রবীন্দ্রনাথের বাড়িতে হানা দেয়। তারা জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। এ সময় শব্দ বাড়ির মালিকের ঘুম ভেঙ্গে গেলে তিনি চিৎকার দিলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। এরপর তারা তাকে বেঁধে পাশের ঘরে নিয়ে যায়। ওই ঘরে পরিবারের দুজন বয়স্ক নারী সদস্য ছিলেন। দুর্বৃত্তরা তাদেরকে ভয়ভীতি দেখিয়ে আলমারি ভেঙ্গে নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও দুই ভরি সোনার অলঙ্কার লুট করে নিয়ে যায়। সূত্র জানায়, ঘরের ভেতর ৩ জন দুর্বৃত্ত ঢোকে। বাইরে আরও কয়েকজন ছিল। ডাকাতি শেষে দুর্বৃত্তরা চলে গেলে জখম রবীন্দ্রনাথকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ওই ঘটনার পর খবর পেয়ে কোতয়ালি থানার পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম এ বিষয়ে জানান, ডাকাতি নয়, সেখানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের ভেতর ঢোকার পর বাড়ির মালিকের ঘুম ভেঙ্গে যায়। এ সময় মারধরে সামান্য আহত হয়েছেন বাড়ির মালিক। তিনি আরও জানান, ওই বাড়ি থেকে চোরেরা নগদ ৬০ হাজার টাকা ও ২ ভরি সোনার অলঙ্কার নিয়ে গেছে।