শার্শায় হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া ৪ মাদক ব্যবসায়ী অবশেষে আটক

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া ৪ মাদক ব্যবসায়ীকে অবশেষে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শার্শা উপজেলার সীমান্তবর্তী আমলাই গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হচ্ছেন, শার্শার আমলাই মধ্যপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে শামীম হোসেন (২২), অগ্রভুলোট গ্রামের ওয়াজেদ আলীর ছেলে মামুন হোসেন (৩০), মৃত মোস্তফা কামালের ছেলে মো. শাহাবুদ্দিন (৩৮) ও হরিষচন্দ্রপুর গ্রামের আয়নাল হকের ছেলে মাসুম বিল্লাহ (২৮)। অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান ও স্থানীয়রা জানান, গত সোমবার রাত নয়টার দিকে শার্শা থানার এএসআই রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় তারা ১০২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী শামীম, মামুন, শাহাবুদ্দিন ও মাসুমকে আটক করেন। রাতে শার্শা থানায় আনার পথে তারা হ্যান্ডকাফসহ পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে তাদেরকে আটকের জন্য ব্যাপক তল্লাশি ও পুলিশের একাধিক টিম অভিযানে নামে। অবশেষে গতকাল মঙ্গলবার দুুপুর একটার দিকে সীমান্তবর্তী আমলাই গ্রাম থেকে তাদেরকে হ্যান্ডকাফসহ আটক করা হয়। এ ব্যাপারে শার্শা থানা পুলিশের ওসি বদরুল আলম খান জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে। বুধবার (আজ) তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।