যশোরে মৃত ব্যক্তির শরীরে করোনা ভাইরাস : আক্রান্ত আরও ৩২

0

স্টাফ রিপোর্টার ॥ হাসপাতাল আইসোলেশনে মৃত ব্যক্তির দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। গতকাল যশোরে আরো ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কোভিড-১৯ সংক্রমনে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়ে গেছে। যশোর সিভিল সার্জন অফিসের এমওসিএস ডাঃ রেহনেওয়াজ জানিয়েছেন মৃত্যুর পর আব্দুল মান্নান (৬৫) নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন বলে প্রমাণিত হয়েছে। গত ৬ সেপ্টেম্বর যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনা পুরুষ আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নান মারা যান। মৃত্যুর পর করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করা হয়। সংগ্রহকৃত নমুনা পরীক্ষা করার পর কাল তার রিপোর্ট আসে করোনা পজেটিভ। আব্দুল মান্নানের বাড়ি সদর উপজেলার এড়েন্দা গ্রামে। নিজ বাড়িতে জ্বর, ঠান্ডা কাঁশিসহ করোনার উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছেন। এদিকে গতকাল যশোরে নতুন আরো ৩২ জন কোভিড-১৯ সংক্রমনে আক্রান্ত হয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় হতে ১শ ৪২টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এ রিপোর্টে ৩১ জন এবং খুলনা মেডিকেল কলেজ হতে নমুনা পরীক্ষার রিপোর্ট আসে ১০টি। তাতে আক্রান্তের সংখ্যা ১ জন। সব মিলে ১শ ৫২টি নমুনা পরীক্ষার রিপোর্টে মোট ৩২ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ভেতর ২৫ জন যশোর সদরের অভয়নগরে, শার্শায় ১ জন ও ঝিকরগাছায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় মৃত্যু হয়েছে মোট ৪৮ জনের। আক্রান্তরা হচ্ছেন যশোর শহরের ঘোপ এলাকার জামিল হোসেন (৫০), মনির (৩৫), কাজীপাড়া কাঁঠালতলার, নাজমুল হুদা (৪৮), ঘোষপাড়ার আনিচুর রহমান (৫৯), চাঁচড়ার কোহিনুর বেগম (৫৬), উপশহরের শহীদ জাকারিয়া (৫৫), পুলিশ লাইনের ছায়া বিশ্বাস (৭৫), তুলি (২১), বেজপাড়ার কামরুনাহার (৬৪), নাসির তাসনিম (১৫), আরবপুরের রাকিবুল হাসান (৩৩), ঘোপ নওয়াপাড়া রোডের শাহানুর হোসাইন (৫৩), মুড়লীর লিয়াকত আলী (৬৫), একবার নেগেটিভ হওয়ার পর ২য় বার পজেটিভ হওয়া যশোর ২৫০ শয্যা হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী দিলীপ (৩৫), বসুন্দিয়ার মুক্তা (৩৮), নরেন্দ্রপুরের মাহবুব রহমান (৩৫), রূপদিয়ার শহীদুল ইসলাম (২৯), রফিকুল ইসলাম (৬৫), ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষ্ণপুরের রবিন কুমার (৩০), ধোপাখোলার ইমরান হোসেন (২৯), ঝিকরগাছার ঘোষালনগরের নইমন বিবি (৪৫), কেশবপুরের স্বাস্থ্য কমপ্লেক্সের শম্পা দেবনাথ (৩০), কলেজপাড়ার সোহরাব হোসেন (২০), আলতাপোল গ্রামের হাবিবুর রহমান (৫৬), অভয়নগরের নমুনা দিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন কেশবপুরের রাশিদা (২৯) ও শার্শার সাতমাইলের নাজমুন নাহার (৩৮)। করোনা সন্দেহে গতকাল আরো ১শ ৬৬টি নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।