পাওনা পরিশোধের দাবিতে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ

0

খুলনা প্রতিনিধি॥ খুলনার শিরোমনি শিল্প এলাকার ব্যক্তি মালিকানাধিন মহসেন জুট মিলের শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) খুলনা-যশোর মহাসড়কের শিরোমনিতে অবরোধ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি সকাল ১০টায় শুরু হয়ে সাড়ে ১০টায় শেষ হয়। অবরোধ চলাকালে সড়কের দু’পাশে যানজট সৃষ্টি হয়। সমাবেশে শ্রমিক নেতারা বলেন, চূড়ান্ত পাওনা পরিশোধের বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে লিখিতভাবে সুষ্ঠ সমাধান না হলে শুক্রবার জনসভার মাধ্যমে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। মিলের শ্রমিক আছহাব উদ্দিন বলেন, মিল মালিক সোমবার তথাকথিত দালাল সিবিএ নেতাদের সঙ্গে নিয়ে মিলের প্রশাসনিক ভবনে আন্দোলনরত নেতাদেরকে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমরা জেলা প্রশাসক ও শ্রম পরিচালককে বাদ দিয়ে শ্রমিকের টাকা পরিশোধের ব্যাপারে মিল মালিকের নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে মিল মালিকের প্রস্তাব প্রত্যাখান করেছি। এছাড়া চূড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপরে কোনও পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী শুক্রবার জনসভার মাধ্যমে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।