সাতক্ষীরায় স্কুলছাত্র অপহরণের ঘটনায় মাদক ব্যবসায়ী আটক

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরায় পঞ্চম শ্রেণির স্কুলছাত্র মেহেদী হাসান অপহরণের ঘটনায় পুলিশ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। নিখোঁজ স্কুলছাত্রের মা মমতাজ খাতুনের দায়ের করা অপহরণ মামলায় রোববার রাতে তাকে আটক করা হয়। এর আগে গত ১ সেপ্টেম্বর সন্ধ্যার আগে স্কুলছাত্র মেহেদীকে অপহরণ করা হয়েছে মর্মে তার মা বাদি হয়ে মাদক ব্যবসায়ী তুহিন ও তার বাবা আবু তালেবসহ ৩/৪ জনের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। আটক মাদক ব্যবসায়ী মোহাম্মদ তুহিন (৩৩) সদর উপজলোর আলীপুর ইউনিয়নের মাহমুদপুর দণিপাড়া গ্রামের আবু তালেবের ছেলে। এদিকে, নিখোঁজ স্কুলছাত্র মেহেদেী হাসান ওই একই গ্রামের বাবলু হোসনের ছেলে ও স্থানীয় ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, স্কুলছাত্র মেহেদীর বাবা বাবলু একজন দিনমজুর। মা মমতাজ খাতুন বাড়ির পাশে একটি মুদি দোকান চালিয়ে সংসার চালান। সেই সুবাদে প্রতিবেশী মাদক ব্যবসায়ী তুহিনের সাথে গত এক সপ্তাহ আগে তার মায়ের তুচ্ছ ঘটনায় কলহ হয়। এতে তুহিন প্তি হয়ে তাকে মাদকসহ পুলিশে দেবে বলে হুমকিও দেয়। একই সাথে তার ছেলেকে অপহরণেরও হুমকি দেয়। এরই জের ধরে গত পহেলা সেপ্টেম্বর সন্ধ্যার আগে তুহিনের ছেলে রানা স্কুলছাত্র মেহেদীকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি বলে জানান তার পরিবারের সদস্যরা। তার বাবা-মার দাবি তারা যেন তাদের সন্তানকে ফিরে পান। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ইতিমধ্যে এ মামলার প্রধান আসামি তুহিনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, স্কুলছাত্র মেহেদী হাসানকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।