বিএফএ টিমের অভিযান চৌগাছায় বেশি দামে সার বিক্রি করলে কঠোর ব্যবস্থা

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ সোমবার যশোরের চৌগাছায় অভিযান চালিয়েছেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) এর চৌগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত উপস্থিত ছিলেন সভাপতি ইউনুচ আলী দফাদার, ফরিদুল ইসলাম, আব্দুল হালিম চঞ্চল, শাহাবুদ্দীন চুনু বড় মিয়া, রবিউল ইসলাম, আতিকুর রহমান লেন্টু প্রমুখ। অভিযানকালে নেতৃবৃন্দ বাজারের সার ব্যবসায়ীদের বলেন, বেশি দামে সার বিক্রি কারলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। চৌগাছা উপজেলার বিসিআইসি সার ডিলার শাহাবুদ্দীন চুনু বড় মিয়া বলেন, সরকারিভাবে ইউরিয়া সারের বস্তা ৮ ’শ টাকা, টিএসপি ১১ ’শ টাকা, ড্যাব ৮’শ টাকা ও এমওপি সার ৭৫০ টাকা সরকারিভাবে খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে। অথচ তা অমান্য করে অসাধু কতিপয় সার ব্যবসায়ী পার্শ্ববর্তী উপজেলা থেকে লাল বস্তা ইউরিয়া অবৈধভাবে আমদানি করে তা বেশি দামে বিক্রি করছেন। বিএফএ’র চৌগাছা উপজেলা শাখার সভাপতি ইউনুচ আলী দফাদার বলেন, কোন সার ব্যবসায়ী যাতে কৃষকের কাছ থেকে সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে বেশি দামে সার বিক্রি না করেন সে জন্য অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।