ফুলতলায় লায়ন কাবের উদ্যোগে কিনিকে অ্যাম্বুুলেন্স প্রদান

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলার পায়গ্রাম কসবা লায়ন কাবের উদ্যেগে স্থানীয় কৃষকদের মাঝে গত রবিবার লায়ন কাব চত্বরে ফলদ, বনজ, ঔষধি গাছ ও বিভিন্ন প্রকারের শাক-সবজীর বীজ বিতরণ করা হয়। কাব প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার আবিদ হাবিব এর সভাপতিত্বে ঢাকা ও খুলনার বিভিন্ন লায়ন ব্যক্তিদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় লায়ন ইঞ্জিনিয়ার আবিদ হাবিবকে উপদেষ্টা এবং বিশিষ্ট নারী নেত্রী ও স্বাস্থ্যসেবায় পুরস্কারপ্রাপ্ত লায়ন অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলুকে ব্যবস্থাপনা পরিচালক ও লায়ন অ্যাডভোকেট এম,এ আওয়াল রাজ, অ্যাডভোকেট কাজী তারিক হাসান মিন্টু, আলহাজ্ব আশরাফ হোসেন, লায়ন ফরিদুল হক, সালমা সুলতানা, আঞ্জুমুন্নেছা তানজু, দিলারা নাসরিন, জিনিয়া হাবিব, ফারিয়া হাবিব, ফারিন হাবিব, নোমান খালেদকে সদস্য করে শিল্পী ডায়েবেটিক সেন্টারের পরিচালনার জন্য ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। পরে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে লায়ন ইঞ্জিনিয়ার আবিদ হাবিব এই কিনিকে একটি অ্যাম্বুুলেন্স প্রদান করেন।