ঝিকরগাছা থেকে শুরু ‘ক্যাশলেস’ পদ্ধতিতে ঋণের টাকা হস্তান্তর

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি’র গ্রাহকদের ‘ক্যাশলেস’ পদ্ধতিতে ঋণের টাকা হস্তান্তর কার্যক্রম ঝিকরগাছা থেকে শুরু হয়েছে। সোমবার সকালে ঝিকরগাছা উপজেলা বিআরডিবি কার্যালয়ের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন, যশোরের উপ-পরিচালক তপন কুমার মন্ডল। উপজেলা বিআরডিবি কর্মকর্তা বি এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী আঞ্চলিক পরিচালক জহুরুল ইসলাম জুয়েল, প্রজেক্ট অফিসার আনিছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার এ এফ এম ওয়াহিদুজ্জামান, সহকারী বিআরডিবি অফিসার এস এম শাখির উদ্দিন, শহিদুল্লাহ লিমন, হিসাবরক্ষক সোহানুর রহমান, মাঠ সংগঠক জেসমিন সুলতানা প্রমুখ। এদিন মাগুরা মধ্যপাড়া মহিলা সমিতির ২৩ জনকে ১০ লাখ ৪৯ হাজার টাকা এবং নওয়ালী পূর্বপাড়া সমিতির ১৩ জনকে ৩ লাখ ১৭ হাজার টাকা ‘ক্যাশলেস’ পদ্ধতিতে ঋণ দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিআরডিবি’র যশোরের উপ-পরিচালক তপন কুমার মন্ডল বলেন, এখন থেকে সমিতির সদস্যদের ঋণের টাকা নিতে অফিসে আসা লাগবে না। সদস্যের ঋণের অর্থ নির্দ্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের নিজনিজ ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সুবিধামত সময়ে তারা টাকা উঠিয়ে কাজে লাগাতে পারবে। এছাড়া ‘ক্যাশলেস’ পদ্ধতি সারা দেশের মধ্যে প্রথম ঝিকরগাছা থেকে শুরু করতে পারায় উপজেলা বিআরডিবি কর্মকর্তা বি এম কামরুজ্জামানসহ সকল কর্মকর্তা কর্মচারীকে ধন্যবাদ জানান এবং এই পদ্ধতি আগামীতে সারা দেশে চালু হবে বলে আশা প্রকাশ করেন প্রধান অতিথি।