ঝিকরগাছায় ডাকাতির ঘটনায় আটক ডাকাত বাহারের রিমান্ড মঞ্জুর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলার খ্রিস্টান পাড়ার রানা বিশ্বাসের বাড়িতে ডাকাতির ঘটনায় আটক কুখ্যাত ডাকাত বাহার আলীর তরফদারের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার এ সংক্রান্ত শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিক তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে তার ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। উল্লেখ্য, গত ২৮ আগস্ট গভীর রাতে একদল ডাকাত রানা বিশ্বাসের বাড়িতে হানা দিয়ে সোনার গহনা ও নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে রানা বিশ্বাস ঝিকরগাছা থানায় ডাকাতি মামলা করেন। ডিবি পুলিশ এ ঘটনার সাথে জড়িত অভিযোগে বাহার আলীকে আটক করে।