পিএসজি আসলেই নিতে চেয়েছিল মেসিকে!

0

লোকসমাজ ডেস্ক॥ কথাগুলো যে এমনি এমনিই বাতাসে ভাসেনি, লিওনার্দো মুখ খুলে সেটিই পরিষ্কার করে দিলেন। ব্রাজিলের সাবেক ফুটবল তারকা ও প্যারিস সেন্ত জার্মেইয়ের ক্রীড়া পরিচালক লিওনার্দো নিশ্চিত করলেন তারা আসলেই লিওনেল মেসিকে সাইন করাতে চেয়েছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেড মেসিকে পাওয়ার দৌড়ে হয়তো এগিয়ে ছিল, কিন্তু পিএসজিও হাত গুটিয়ে বসে থাকেনি! লিওনার্দো ক্যানাল প্লাস টিভিকে বলেছেন, ‘আমরা যখন দেখলাম যে সত্যিই বার্সেলোনা ছাড়তে চাইছে, তখনই আমরা তার কথা ভাবি।’
তবে হ্যাঁ, মেসি ক্লাব ছাড়ার ইচ্ছেটা জানিয়ে দিলেও পিএসজির উদ্বেগ ছিলই যে শেষ পর্যন্ত তাকে সাইন করানো যাবে কি না। লিওনার্দোর কথা, ‘আমাদের চিন্তাটা ছিল তাকে আসলেই সাইন করানো যাবে কি না। কারণ সে তো আর সাধারণ একজন খেলোয়াড় নয়।’ মেসি ২৫ আগস্ট ব্যুরোফ্যাক্স পাঠিয়ে বার্সেলোনার কাছ থেকে ক্লাব ছাড়ার অনুমতি চান। গোটা ফুটবল বিশ্বেই এতে ‘অবিশ্বাসের’ প্রবল ঢেউ ওঠে। মেসিও বার্সেলোনা ছাড়বেন! কিন্তু ১০ দিন ধরে নাটক চলার পর মেসি নিলেন অবিশ্বাস্য এক ‘ইউটার্ন ’, আবার বিস্ময়ের ঢেউ তুলে জানিয়ে দিলেন তিনি অন্তত আরেকটি মৌসুম থেকে যাচ্ছেন বার্সেলোনায়। পিএসজিকেও তাই নিজেদের ইচ্ছেয় পরাতে হয়েছে লাগাম। মেসির পাশাপাশি রিয়াল মাদ্রিদের ‘টার্গেট’ রেনের উদীয়মান তারকা এদুয়ার্দো কামাভিঙ্গাকেও নিতে চেয়েছিল পিএসজি। ‘তাকে (কামাভিঙ্গা) তাকে চোখে চোখে রাখছিলাম। কিন্তু কোভি২-১৯ মহামারির আগে তার মূল্য ছিল প্রায় ৯০ মিলিয়ন ইউরোর মতো। এখন সব বড় ক্লাবকেই ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লের সঙ্গে চলতে গেলে খেলোয়াড় বেচতে হবে। সমস্যা হলো, কেউ তো আর খেলোয়াড় কিনতে চাইছে না’- কামাভিঙ্গার ব্যাপারটি নিয়ে বলেছেন লিওনার্দো।