ম্যান সিটিতে করোনার হানা

0

লোকসমাজ ডেস্ক॥ নতুন মৌসুমের প্রস্তুতিতে বড় ধাক্কা ম্যানচেস্টার সিটিতে। ইংলিশ ক্লাবটির দুই তারকা খেলোয়াড় রিয়াদ মাহরেজ ও আইমেরিক লাপোর্তে করোনাভাইরাসে আক্রান্ত। আজ (সোমবার) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ম্যান সিটি। দুই ফুটবলারের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেলেও তাদের কোনও ‍উপসর্গ নেই। এই মুহূর্তে তারা করোনা প্রটোকল মেনে ‍রয়েছেন ১৪ দিনের আইসোলেশনে। অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে সিটিজেনরা জানিয়েছে, ‘ম্যানচেস্টার সিটি নিশ্চিত করছে, রিয়াদ মাহরেজ ও আইমেরিক লাপোর্তের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। প্রিমিয়ার লিগ ও ব্রিটিশ সরকারের কোয়ারেন্টিন প্রটোকল মেনে দুই খেলোয়াড়ই আইসোলেশনে রয়েছেন। তাদের কারোরই ভাইরাসের উপসর্গ নেই।’
ম্যান সিটি এখন নতুন মৌসুমের প্রস্তুতি নিচ্ছে। তাদের ২০২০-২১ প্রিমিয়ার লিগ মৌসুম শুরু ২১ সেপ্টেম্বর। উরভারহ্যাম্পটরে বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগেই স্কোয়াডে ফিরতে পারবেন মাহরেজ ও লাপোর্তে। কিন্তু প্রস্তুতির সঙ্গে ম্যাচ ফিটনেসেও থাকবে ঘাটতি। এই অবস্থায় করোনার থাবা চিন্তার ভাঁজ ফেলেছে পেপ গার্দিওলার কপালে। এদিকে ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডটকমের খবর, গার্দিওলা নিজেই নামি এখন ১৪ দিনের কোয়ারেন্টিনে। করোনাভাইরাসের কারণে নয়, স্পেন থেকে ইংল্যান্ডে ফিরেছেন বলেই প্রটোকল ‍মেনে স্বেচ্ছায় আলাদা থাকতে হচ্ছে কাতালান কোচকে। গত মৌসুমটা ভালো যায়নি ম্যান সিটির। প্রিমিয়ার লিগের শিরোপা হারিয়েছে তারা লিভারপুলের কাছে। চ্যাম্পিয়নস লিগের পথ থামে কোয়ার্টার ফাইনালে। গত মৌসুমের ব্যর্থতা ভুলতে নতুন মৌসুম শুরুর অপেক্ষায় সিটিজেনরা। কিন্তু তার ‍প্রস্তুতি পর্বেই হানা দিয়েছে করোনা!