যশোরে আরও ২২ জন করোনায় আক্রান্ত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আরও ২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৪৫৭ জন। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় এ জেলা থেকে সংগ্রহকৃত ৯২টি নমুনার মধ্যে ২২ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। উপসর্গ নিয়েও কেউ মারা যায়নি। এদিকে, নতুন আক্রান্ত ২২ জনের মধ্যে শুধুমাত্র সদর উপজেলার ২০ জন। বাকি ২ জন ঝিকরগাছা উপজেলার। এদিকে, মোট আক্রান্ত ৩ হাজার ৬৭ জনের মধ্যে আক্রান্তের সংখ্যা দিক থেকে এগিয়ে সদর উপজেলা। এই উপজেলা থেকে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫৯ জন। আর সবচেয়ে কম আক্রান্ত হয়েছে বাঘারপাড়া উপজেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা মাত্র ৯৩ জন। এছাড়া অভয়নগরে ৪২৮, কেশবপুরে ২৫৬, ঝিকরগাছায় ২৫২, শার্শায় ২৫১, মণিরামপুর উপজেলায় ১৫৪, এবং চৌগাছা উপজেলায় এ যাবতকাল ১৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনাভাইরাস আক্রান্তে এ জেলা থেকে মৃত্যুবরণকারী ৩৯ জনের মধ্যে সদর উপজেলার ২৯ জন। এছাড়া অভয়নগর ও চৌগাছা উপজেলায় ৩ জন করে, শার্শা উপজেলার ২ জন, এবং বাঘারপাড়া ও কেশবপুর উপজেলায় ১ জন করে আক্রান্ত হয়েছেন।