আজ থেকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চালু হচ্ছে করোনা রোগীদের চিকিৎসা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি তমিজুল ইসলাম খান। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আশরাফ হোসেন, যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায়, যশোর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আক্তারুজ্জামান, প্রেসকাব যশোরে সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয় আজ সোমবার করোনা হাসপাতালে জিডিএল থেকে ভর্তি রোগীদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনা হবে। সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। এ মর্মে করোনা প্রতিরোধ কমিটির পক্ষ থেকে একটি নোটিশ টানিয়ে দেয়া হবে।