নাগরিকদের নিরাপত্তাহীনতা চরম পর্যায়ে : আহমদ আবদুল কাদের

0

লোকসমাজ ডেস্ক॥ খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দেশে নাগরিকদের নিরাপত্তাহীনতা চরম পর্যায়ে পৌঁছেছে। ঘরে বাইরে কোথাও আজ মানুষের নিরাপত্তা নেই। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন। ড. আহমদ আবদুল কাদের বলেন, একজন নারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘরের ভেতর প্রবেশ করে তার পিতাসহ নির্মমভাবে আহত করা হয়েছে। আর এর সঙ্গে ক্ষমতাসীন দলের নেতারা জড়িত। কিছু দিন আগে বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরে যাওয়া মেজর সিনহা মুহাম্মদ রাশেদ খানকে পুলিশ গুলি করে হত্যা করা হয়েছে। প্রশাসনের পদধারীদের যদি এমন অবস্থা হয় তবে সাধারণ মানুষ, বিরোধী দলের নেতাকর্মীদের কী অবস্থা তা সহজেই বোঝা যায়।
খেলাফত মজলিসের মহাসচিব বলেন, আইনের শাসনের অভাব, দুর্নীতি, দলীয় দুর্বৃত্তপনা আর বিচারহীনতার সংস্কৃতির কারণে এসব অঘটন ঘটছে। দুর্নীতি মুক্ত সমাজ গঠন, আইনের শাসন, জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। বৈঠকে শুক্রবার এশার নামাজের সময় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে মুয়াজ্জিনসহ নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলটির যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, মো. আবদুল জলিল প্রমুখ।