গ্রিজমানের পেনাল্টি মিস, ফ্রান্সকে জেতালেন এমবাপ্পে

0

লোকসমাজ ডেস্ক॥ দলের মূল স্ট্রাইকারদের গোলে দল জিতলেই তৃপ্তিটা হয় বেশি। ইংল্যান্ড যেমন দিনের আগের ম্যাচে রাহিম স্টার্লিংয়ের দেওয়া একমাত্র গোলে হারিয়েছে আইসল্যান্ডকে, তেমনি কিলিয়ান এমবাপ্পেই সুইডেনের মাঠে সুইডেনের বিপক্ষে ফ্রান্সকে জেতাতে করলেন দলের একমাত্র গোল। একে তো দর্শকহীন স্টেডিয়াম, তারওপর খেলায় কোনও প্রাণ নেই। উয়েফা নেশনস লিগে ইংল্যান্ড-আইসল্যান্ড ম্যাচটি টিভি দর্শকদের চোখের জন্যও ছিল পীড়াদায়ক। আইসল্যান্ডারদের সুদৃঢ় রক্ষণ ভাঙতে পারছিল না ইংল্যান্ড। মাঝে মাঝে মনে হচ্ছিল গ্যারেথ সাউথগেটের ‘অভিজাত’ ইংল্যান্ড পরিকল্পনাহীন ফুটবল খেলছে। এরপর তো উইংব্যাক কাইল ওয়াকার ৭০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে হারের শঙ্কাই তাদের পেয়ে বসে। তবে শেষদিকে ওই স্টার্লিংই একটি পেনাল্টি আদায় করে তা থেকে ৮৯ মিনিটে গোল করেন। তার শটে হ্যান্ডবল করেন সভেরির ইনগাসন। তবে এই গোলের পরও ইংল্যান্ডকে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হতো, যদি না যোগ করা সময়ে পেনাল্টি নষ্ট করতো আইসল্যান্ড। জো গোমেজের ফাউলে পেনাল্টি পেয়ে গিয়েছিল আইসল্যান্ড, কিন্তু স্পটকিক উড়িয়ে মারেন বার্কির বিয়ার্নাসন!
সুইডেনে প্যারিস সেন্ত জার্মেইয়ের বিশ্বকাপ এমবাপ্পের কল্যাণে জয় দিয়ে শুরু করতে পেরেছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স। ৪১ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ঢুকে তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত গোল করেছেন ২১ বছর বয়সী বিশ্বকাপজয়ী স্ট্রাইকার। অবশ্য বার্সেলোনা ফরোয়ার্ড আন্তোয়ান গ্রিজমান যোগ করা সময়ে পেনাল্টি উড়িয়ে না মারলে ২-০ গোলেই জিততো ফ্রান্স। মঙ্গলবার তিন নম্বর গ্রুপে ফ্রান্সের আরেকটি মহড়া হয়ে যাবে ২০১৮ বিশ্বকাপ ফাইনালের। কারণ ওইদিন তাদের মুখোমুখি ক্রোয়েশিয়া। ২০১৮ বিশ্বকাপ রানার্সআপ ক্রোয়েশিয়াকে শনিবার ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে নেশনস লিগের গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল। চোটের কারণে ক্রিস্টিয়ানো রোনালদো নেই, তারপরও পর্তুগালের মাঠে ক্রোয়েশিয়ার এই হাল! জোয়াও ক্যানসেলো, ডিয়োগো জোটা ও জোয়াও ফেলিক্সের গোলে পর্তুগাল ৩-০ করে ফেলার পর অতিরিক্তি সময়ে পেতকোভিচ একটি গোল শোধ করেন, তারপরও পর্তুগিজদের হয়ে চতুর্থ গোল করতে সময় পেয়েছেন আন্দ্রে সিলভা।