কাতার থেকে বছরে ১০ লাখ টন এলএনজি কিনবে চীন

0

লোকসমাজ ডেস্ক॥ চীনা জ্বালানি প্রতিষ্ঠান সিনোপেক করপোরেশন কাতারের জ্বালানি প্রতিষ্ঠান কাতারগ্যাসের সঙ্গে একটি চুক্তি সই করেছে। চুক্তির আওতায় চীনা প্রতিষ্ঠানটি কাতার থেকে বছরে ১০ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে। চুক্তি সইয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীন এলএনজির অন্যতম শীর্ষ আমদানি বাজার। তাই চীনের বাজারে অবস্থান পোক্ত করার জন্য কাতার, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ জ্বালানি পণ্যটির শীর্ষ রফতানিকারক দেশগুলো মুখিয়ে থাকে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে চীনের কূটনৈতিক ও বাণিজ্যিক বিরোধ চলছে। এ সময় মধ্যপ্রাচ্যের দেশ কাতার চীনে এলএনজি রফতানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
সূত্র জানিয়েছে, সিনোপেক ও কাতারগ্যাসের মধ্যকার চুক্তির আওতায় চীনা প্রতিষ্ঠানটি প্রতি বছর কাতার থেকে অন্তত ১০ লাখ টন এলএনজি আমদানি করবে। চুক্তি মেনে ২০২৩ সাল থেকে জ্বালানি পণ্যটির আমদানি কার্যক্রম শুরু হবে। পরবর্তী ১০ বছর এ চুক্তি কার্যকর থাকবে।