অভয়নগরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নওয়াপাড়া ইউনিট অফিসের উদ্বোধন করা হয়েছে। এ উপলে শনিবার দুপুরে নওয়াপাড়ার নূরবাগ সংলগ্ন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওয়াপড়া প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সদরের ব্যাঞ্চ ম্যানেজার দেবাশীষ হালদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা ও নওয়াপাড়া প্রেস কাবের সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফার আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা অনুপ অধিকারী, সাঈদ আলম বাচ্চু, কাজী আহাদুর রহমান মামুন, শেখ অলিয়ার রহমান, ছাত্রলীগ নেতা শেখ আব্দুল্লাহ প্রমুখ ।