বেনাপোলে প্রবাসী জামাল হত্যা মামলায় স্ত্রীসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে পুনঃচার্জশিট

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বেনাপোলের ধান্যখোলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জামাল উদ্দীন হত্যা মামলায় স্ত্রীসহ ৭ জনকে অভিযুক্ত করে আদালতে পুনঃচার্জশিট দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন পিবিআই’র এসআই আরিফুর রহমান ফারাজী। অভিযুক্ত আসামিরা হলেন ধান্যখোলা গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে নিহতের স্ত্রী আয়েশা বেগম, শাশুড়ি ফুলসুরাত বেগম, আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুর রহমান আশিক, আমান উল্লাহর ছেলে রিয়াজুল ইসলাম, সদরের তপশীডাঙ্গা গ্রামের হযরত আলীর ছেলে সোহেল রানা, আবুল কালামের ছেলে জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর হোসেনের ছেলে রাকিব হোসেন ওরফে কুদ্দুস। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ১৪ মে মালয়েশিয়া থেকে দেশে আসেন জামাল উদ্দিন। রাত ৯ টার দিকে তিনি পাশেই শ্বশুরবাড়িতে যান। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে জামালকে পিটিয়ে হত্যা করেন। জামালের পরিবার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত দেখতে পান। এ ব্যাপারে নিহত জামালের ভাই বাবর আলী বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় অপরিচিত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ওই বছরের ১১ অক্টোবর ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা। এ চার্জশিটের উপর আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী। আদালতের আদেশে মামলাটি পুনঃতদন্তের দায়িত্ব পায় পিবিআই। দীর্ঘ তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও স্বাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত ৫ জনকে পলাতক দেখানো হয়েছে।