যুবদল নেতা রানার বোনের ইন্তিকাল : অমিতসহ নেতৃবৃন্দের শোক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানার বড় বোন ওয়াসিমা আক্তার কেয়া মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বিকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়ার আড়–য়াপাড়া উপজেলার নিজ গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপ শোক প্রকাশ করেছেন জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনি প্রমুখ।