পাইকগাছায় ফুটবলে টুর্নামেন্টে কিশোর কেষ্ট চ্যাম্পিয়ন

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় ৮ দলীয় নকআউট পদ্ধতির ফুটবল টুর্নামেন্টে কিশোর কেষ্ট মন্ডলের ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বালির মাঠে ফাইনাল খেলায় টাইব্রেকারে ৩-২ গোলে মামা-ভাগ্নে একাদশকে হারিয়ে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মন্ডল একাদশের ফরাদ হোসেন সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা এম. এম আজিজুল হাকিম, অ্যাড. শেখ আবুল কালাম আজাদ, জালাল উদ্দীন সুজন, সেলিম রেজা লাকী, শেখ রুহুল কুদ্দুস, আজিবর রহমান, তুষার কান্তি মন্ডল, মেছের অলী মোড়ল, শফিকুল ইসলাম প্রমুখ। ধারাভাষ্যে ছিলেন নুরুজ্জামান টিটু ও আশরাফুজ্জামান টুটুল।