‘ইউএনওর ওপর হামলা চুরি নয়, পরিকল্পিত আক্রমণ’

0

লোকসমাজ ডেস্ক॥ দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনওর ওপর হামলা কোনও চুরির ঘটনা থেকে নয়। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে এর পেছনে অন্য কোনও প্রতিহিংসাপরায়ণতার বিষয় থাকতে পারে। তারা এটিকে পরিকল্পিত হত্যাচেষ্টা হিসেবে দেখছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ কথা বলেন। তারা মনে করেন সঠিক তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। একইসঙ্গে বিভিন্ন মামলা মোকদ্দমা দায়ের করার মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে কাজ করতে দেওয়া হয় না উল্লেখ করে সম্প্রতি মাদারীপুরে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, কোনও কোনও মহল ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চুরির ঘটনা বলে চালিয়ে দেওয়ার অপপ্রচার চালাচ্ছে। অ্যাসোসিয়েশন মনে করে এটি চুরির ঘটনা নয়। কারণ দুর্বৃত্তরা কোনও জিনিস বা সম্পদ চুরি করেনি। এটি একটি পরিকল্পিত আক্রমণের ঘটনা এবং এর সঙ্গে আরও অনেক ব্যক্তি জড়িত থাকতে পারেন। নিউরো সায়েন্স হাসপাতালে ওয়াহিদা খানমের মস্তিস্কে অপারেশন হয়েছে উল্লেখ করে অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হেলালুদ্দীন বলেন, বর্তমানে তিনি আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি রংপুর হতে হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় এনে উন্নত চিকিৎসার সুযোগ করে দিয়েছেন। মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের বিরুদ্ধে কতিপয় অবৈধ বালু উত্তোলনকারী ও একজন প্রভাবশালী ব্যক্তির প্ররোচনায় ফৌজদারি মামলা দায়ের হওয়ার বিষয়টি পিআইবি কর্তৃক তদন্ত হচ্ছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, অসংলগ্ন কথাবার্তায় ভর্তি এরকম একটি আর্জির ভিত্তিতে একজন জেলা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা নজিরবিহীন এবং দুর্ভাগ্যজনকও বটে। এভাবে যদি মামলা গ্রহণ করা হয় তাহলে জেলা প্রশাসন কী করে তার দায়িত্ব পালন করবে? আমরা অবিলম্বে এ মামলাটি প্রত্যাহারসহ মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।