বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪ : কেশবপুর প্রেসকাবের নির্বাচন আজ

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ আজ শনিবার কেশবপুর প্রেসকাবের দ্বিÑবার্ষিক নির্বাচন। এ নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন সহ-সভাপতির ২ টি পদের বিপরীতে আব্দুল হাই সিদ্দিকী (নয়াদিগন্ত/পূর্বাঞ্চল), রহুল কুদ্দুস (ইককিলাব) ও আব্দুস সাত্তার (সংগ্রাম)। সাধারণ সম্পাদক পদে জয়দেব চক্রবর্তী (প্রতিদিনের সংবাদ/লোকসমাজ), মোতাহার হোসাইন (সমকাল/গ্রামের কাগজ)। যুগ্ম সাধারণ সম্পাদক ২টি পদে উৎপল দে (প্রতিদিনের কথা/জনবাণী), আব্দুল মজিদ (ভোরের পাতা), আব্দুর রহমান (মানবজমিন) ও এম আর মইন (দক্ষিণাঞ্চল)। পাঠাগার সম্পাদক মতিয়ার রহমান (অনির্বাণ) ও শাহীনুর রহমান (ভোরের ডাক)। ৪টি সদস্য পদে লড়ছেন নুরুল ইসলাম খান (কালের কণ্ঠ), রুহুল আমিন বিশ্বাস (দৈনিক জনতা), একে আজাদ ইকতিয়ার (প্রজন্মের ভাবনা), কে এম কবীর হোসেন (জনকণ্ঠ), আব্দুর রাজ্জাক (আজকালের খবর),আব্দুল্লাহ আল ফুয়াদ (গ্রামের কাগজ) ও আব্দুল করিম (তৃতীয়মাত্রা)। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে আশরাফ উজ জামান খান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, কোষাধ্যক্ষ শামসুর রহমান ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ শাহীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ নির্বাচনে ৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন বলে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক আব্দুস সালাম সাংবাদিকদের জানিয়েছেন।