কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের ইন্তিকাল

0

স্টাফ রির্পোটার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন শুক্রবার দুপুরে ইন্তিকাল করেছেন। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মাদারডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেশবপুর উপজেলা পরিষদের সভাপতি এম.এম রহুল আমিন, সহ-সভাপতি এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, অ্যাডভোকেট আবুবকর সিদ্দীক, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, প্রেসকাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সহকারী অধ্যাপক মশিউর রহমান, সাংবাদিক দিলীপ মোদক, সিপিবির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু প্রমুখ।