সড়ক অবরোধ সফল করার লক্ষে মহসেন জুটমিলে শ্রমিক সমাবেশ

0

শেখ বদর উদ্দিন, ফুলবাড়ীগেট (খুলনা) ॥ খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের মহসেন জুট মিলের ছাটাইকৃত শ্রমিকদের গ্রাচুইটি, পিএফসহ যাবতীয় পাওনা পরিশোধের দাবিতে শুক্রবার বিকেলে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ১ ঘণ্টা রাজপথ-রেলপথ অবরোধ সফল করার লক্ষ্যে এ সমাবেশ করেন মিল শ্রমিকরা। জুটমিল শ্রমিক কলোনীতে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সিবিএ’র সাবেক সভাপতি মো. শহিদুল্লাহ খা। ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বক্তৃতা করেন সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, ক্বারী আছহাফ উদ্দিন, ইন্জিল কাজী, কাগজী ইব্রাহীম, আমির মুন্সি, আইনউদ্দিন, প্রবির বিশ্বাস, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, এরশাদ আলী প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, ত্রিপক্ষীয় সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকের পাওনা পরিশোধের আগে মিল থেকে মালামাল বের না করা ও মিলের জমি কারো কাছে লিজ দেয়া যাবে না। এ সিদ্ধান্তের ব্যাপারে স্থানীয় প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়ে মিল মালিককে গ্রেফতার ও শ্রমিকের চূড়ান্ত পাওনা পরিশোধে সুনির্দিষ্ট ঘোষণার দাবি জানান। তা না হলে আগামী ৮ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কের শিরোমনিতে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা।