দেশে ৮ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত ১০৯ জনের মৃত্যু

0

লোকসমাজ ডেস্ক॥ দেশে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীর সংখ্যা বেড়ে ৮ হাজার ৩৪ জনে দাঁড়িয়েছে এখন পর্যন্ত স্বাস্থ্যকর্মী মারা গেছেন ১০৯ জন। এরমধ্যে চিকিৎসকই ৮৪ জন। করোনায় আক্রান্তদের মধ্যে চিকিৎসক দুই হাজার ৮৯৯ জন, এক হাজার ৯৪১ জন নার্স এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা তিন হাজার ১৯৪ জন। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)-এর তথ্য মতে, দেশে এ পর্যন্ত ৮২ জন চিকিৎসক মারা গেছেন। আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭০৮ জন চিকিৎসক, এক হাজার ৯৪১ জন নার্স এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত তিন হাজার ১৯৪ জন। বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বুলবুল মানবজমিনকে জানান, করোনায় সারা দেশে তাদের ১৯১ ডেন্টাল সার্জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ২ জন। বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)-এর সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী জানান, করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সারা দেশে তাদের ১২ জন নার্স প্রাণ হারিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এমএ হান্নান বলেছেন, করোনায় সারা দেশে ১৩ জন কর্মচারী মৃত্যুবরণ করেছেন।