এসি বিস্ফোরণে দগ্ধ ৩৭ জন বার্ন ইনস্টিটিউটে

0

লোকসমাজ ডেস্ক॥ নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় পশ্চিম তল্লা বাইতুল ফালা জামে মসজিদে এসি বিস্ফারণে দগ্ধ ৩৭ জনকে ঢাকায় আনা হয়েছে। তাদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে ঢামেক প্রতিনিধি জানান, দগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের পরিচয় এখনও জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার সামন্ত লাল সেন শুক্রবার রাতে বলেন, ‘আগুনে হাত, পা, মুখ ও শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়েছে। আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে।’নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানিয়েছেন, এ ঘটনায় ৪৫ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে ৩৮ জনকে ঢামেক হাসপাতালে আনা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের বেশিরভাগ ৯০ থেকে ৫০ ভাগ পুড়ে গেছেন। অনেকের শ্বাসনালীসহ গুরুত্বপূর্ণ অঙ্গ পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।