ফেসবুকে যুবতীর কাছে চাঁদা দাবি, ৩ যুবক আটক যশোরে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ফেসবুকে এক যুবতীর কাছে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বৃহস্পতিবার সকালে ৩ যুবককে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কোতয়ালি থানায় মামলাও হয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, শহরের নীলগঞ্জ সাহাপাড়ার বাসিন্দা ওই যুবতী গত ২ মার্চ আর এন রোডের দি মোবাইল স্টোর নামে একটি দোকানে তার মোবাইল ফোন সেট মেরামত করতে দেন। দোকানের ম্যানেজার সোহাগ হোসেন ও সেলসম্যান কুদ্দুস আলী খুলে মেরামতের জন্য এ সময় তার কাছ থেকে মোবাইল ফোনের পাসওয়ার্ড চেয়ে নেন। পরে মেরামত হলে তিনি তাদের কাছ থেকে মোবাইল ফোন সেট নিয়ে আসেন। এ ঘটনার পর গত ২৪ আগস্ট রাতে ওই যুবতীর ফেসবুক আইডিতে ঢুকে রাফি শেখ নামে একটি আইডি থেকে ১ লাখ টাকা দাবি করে মেসেস দেয়া হয়। এ ঘটনার সাথে সোহাগ হোসেন ও কুদ্দুস আলী ছাড়াও বাঘারপাড়া উপজেলার তরফ মাহমুদপুর দিঘিরপাড় এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে সুমন হোসাইন জড়িত। চাঁদা না দিলে তাকে ক্ষতি করার ভয়ভীতি দেখানো হয় ওই মেসেসে। সূত্র জানায়, ঘটনার সাথে জড়িতদের বৃহস্পতিবার সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়। পরে যুবতীর দায়ের করা মামলায় আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়।