হাসপাতাল থেকে বাসায় আকবর, চিকিৎসা নিতে যাচ্ছেন চেন্নাই

0

লোকসমাজ ডেস্ক॥ ১৬ দিন চিকিৎসা নেয়ার পর ২ সেপ্টেম্বর, বুধবার বিকেলে বাসায় ফিরেছেন কণ্ঠশিল্পী আকবর। আকবরের স্ত্রী জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বুধবার বিকেলে আকবরকে নিয়ে মিরপুরের বাসায় ফিরেছেন। আকবরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। তবে সম্পূর্ণ সুস্থ নয়। এবার উন্নত চিকিৎসার জন্য আকবরকে চেন্নাই নিয়ে যাওয়া হবে।
তিনি আরও বলেন, প্রথমে বিছানা থেকে উঠে দাঁড়াতে না পারলেও এখন অল্প অল্প হাঁটাচলা করতে পারছেন আকবর। তবে তার উন্নত চিকিৎসার প্রয়োজন। সে জন্য আগামী সপ্তাহে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে কিডনিজনিত চিকিৎসার জন্য নেয়া হবে। ভিসা পাবো বৃহস্পতিবার। চেন্নাই চিকিৎসার জন্য আকবরের মোটা অঙ্কের অর্থের প্রয়োজন। সেই অর্থ জোগাড়ের চেষ্টা চালাচ্ছি। গত ১৬ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)-এ ভর্তি হয়েছিলেন একাধিক রোগে আক্রান্ত সংগীতশিল্পী আকবর। হাসপাতালে ভর্তির পর আকবরের শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছিল। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। সব সময় স্যালাইন দেয়া থাকত। হাসপাতালের বিছানায় শুয়ে আকবর শরীর জ্বালা পোড়ার জন্য অস্থিরতায় কাতরাতেন। স্ত্রী ও একমাত্র কন্যা সার্বণিক দেখভাল করতেন। ‘ইত্যাদি’র মাধ্যমে দেশ বিদেশে গায়ক হিসেবে পরিচিতি পেয়েছিল আকবর। আগে তিনি যশোরে রিকশা চালাতেন। খুলনার পাইকগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে।