মহেশপুর ও জীবননগর সীমান্ত থেকে গাঁজা ফেনসিডিল উদ্ধার

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ যশোরের মহেশপুর সীমান্তের বড়বাড়ি গ্রাম থেকে ৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও জীবননগরের কালা গ্রামের মাঠ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খাঁন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার ভোরে যাদবপুর বিওপির হাবিলদার মো. আব্দুর রহমানের নেতৃত্বে একটি টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্যলাইন হতে পাঁচশ গজ বাংলাদেশের ভেতর বড়বাড়ি গ্রামের মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে। এদিকে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে মাধবখালী বিওপির নায়েব সুবেদার মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি টহলদল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কালা গ্রামের মাঠ থেকে দুইকেজি ভারতীয় গাঁজা আটক করে। তবে এ সময় বিজিবি মাদক পাচারকারীদের আটক করতে পারেনি। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে।