দুর্নীতির বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে : মঞ্জু

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ১২ বছরের দুঃশাসন, গণতন্ত্র হরণ, রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ধ্বংস, খুন-গুম, হামলা, ৯৫ হাজার মামলা আর ৭০ লাখ আসামির বোঝা মাথায় নিয়ে বিএনপি চলছে। আওয়ামীলীগ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্র করেছে। তিনি বলেন, শহীদ জিয়ার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ, স্বাস্থ্য ও শিক্ষাখাতে দুর্নীতির মহোৎসবের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে। আগামীদিনের পথ চলার জন্য প্রয়োজন শক্তিশালী সংগঠন, সাহসী নেতৃত্ব ও জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মসূচি। তা হলেই আমরা সফল হবো ইনশাআল্লাহ।
বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় খুলনার যোগীপোল বিএনপির উদ্যোগে ফুলবাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, মহানগর বিএনপির সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, যোগীপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাইদ হাওলাদার আব্বাস, সৈয়দ ইনামুল হাসান ডায়মন্ড, তোকাচ্ছের আলী, আলমগীর হোসেন, মুরাদ হোসেন, অধ্যাপক শফিকুল ইসলাম, মীর মনিরুল ইসলাম ছোট্ট, আব্দুর রব মুন্সি, মো. ইকবাল হোসেন, মোল্যা সোহাগ হোসেন, শেখ সাদি, এমদাদ হোসেন, আশরাফ ঢালী, জামাল হোসেন, কাজী সহিদুল ইসলাম, মোল্যা সোলায়মান হোসেন, শেখ আল আমিন, মো. আজম, গোলাম কিবরিয়া, সাহাদাত হোসেন সাজু প্রমুখ।