পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে যানবাহনের বাড়তি চাপ

0

লোকসমাজ ডেস্ক॥ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নাব্য সংকট ও তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অপরদিকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট বন্ধ থাকায় এই রুটে বাড়তি যানবাহনের চাপ পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শত শত যানবাহন ফেরি পারাপারের অপোয় আছে। পাটুরিয়া ঘাট এলাকার যানজট স্বাভাবিক রাখতে ঘাট থেকে ৭ কিলোমিটার অদূরে উথুলী সংযোগ সড়কে পণ্যবাহী ট্রাক পাটুরিয়া আটকে রেখেছে ঘাট এলাকায় প্রবেশের জন্য অপেমাণ রয়েছে বলে জানিয়েছে বরংগাইল হাইওয়ে পুলিশ।
একই সঙ্গে পাটুরিয়া সংযোগ মোড়েও শিবালয় থানা-পুলিশ পণ্যবাহী ট্রাক আটকে রেখেছেন। বরংগাইল হাইওয়ে পুলিশ ও শিবালয় থানা-পুলিশ জানিয়েছে, ঘাট এলাকায় গাড়ির চাপ কমলে এসব ট্রাক সিরিয়াল অনুযায়ী ছেড়ে দেওয়া হবে। বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মহিউদ্দিন রাসেল বলেন, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথ এতদিন রাতে বন্ধ থাকত। বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বাড়তি যানবাহনের চাপ পড়েছে। অগ্রাধিকার ভিত্তিতে বাস ও ছোট গাড়ি পচনশীল ও জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। এতে ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকের সংখ্যা বাড়ছে। বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল থেকে দিনভর ১৬টি ফেরি চলাচল করছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নাব্য সংকট দেখা দেওয়ায় ড্রেজিংয়ের কাজ চলছে। কিছুদিনের মধ্যে এ কাজ শেষ হবে। নাব্য সংকট থাকায় ফেরিগুলোকে মূল চ্যানেল না গিয়ে বিকল্প চ্যানেল দিয়ে চলাচল করতে হচ্ছে। তা ছাড়া নদীতে স্রোত থাকায় ফেরি পারাপারে স্বাভাবিক সময়ের চেয়ে ২০-২৫ মিনিট বেশি লাগছে। তিনি আরও জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত ও যাত্রীবাহী বাস মিলে শতাধিক যানবাহন ফেরি পারা পারের অপোয় ছিল। মহাসড়কেও অপেমাণ রয়েছে যানবাহন।