অভয়নগরের চলিশিয়ায় সড়কের নির্মাণ কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে নির্মাণাধীন একটি সড়কের কাজ বন্ধ হওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। বৃষ্টি হলে বালি আর কাদায় চলাচল বিঘিœত হয়। অভয়নগর উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, চলিশিয়া ইউনিয়নের একতারপুর থেকে পায়রা ইউনিয়নের এফডব্লিউসি পর্যন্ত নতুন এ সড়কের নির্মাণ কাজের ব্যয় ৬৮ লাখ ২৩ হাজার টাকা। ইতোমধ্যে সড়কটির সাব বেজের কাজ সম্পন্ন হয়েছে। মেকাডম ও কার্পেটিংয়ের কাজ বাকি আছে। ঝিনাইদহ জেলার ইমন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন সড়কের কাজ বন্ধ রয়েছে। রাস্তার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে বালি আর কাদায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে স্থানীয় মৎস্য ঘের মালিক ও কৃষকরা তাদের পণ্য বাজারে নিতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ফুল মিয়ার সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, আমাদের কাজ প্রায় সমাপ্তির পথে। বেড কাটা, বালি ফিলিং, সার্ফেস (এসএস) ও হ্যাজিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। মেকাডম ও কার্পেটিংয়ের কাজ বাকি আছে। যা শেষ করতে ১২ দিন সময় লাগতে পারে। কাজ বন্ধ রাখার কারণ জানতে চাইলে তিনি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলতে অনুরোধ করেন। এ ব্যাপারে অভয়নগর উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম সরদার জানান, ওই রাস্তার কাজ প্রায় শেষের পথে। ল্যাবরেটরি পরীক্ষার ফলাফলের জন্য কাজ বন্ধ আছে। ২-৩ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল আসলে কাজ শুরু করা হবে। এলাকাবাসীর পক্ষে ফারাজী মনির হাসান তাপস বলেন, প্রায় এক সপ্তাহ রাস্তার কাজ বন্ধ রয়েছে। হাজার হাজার মানুষের চলাচল এই রাস্তায়। গ্রামতলা ও পায়রা এলাকার শত শত মৎস্য ঘের ব্যবসায়ী ও কৃষকদের চলাচলের একমাত্র রাস্তা এটি। ঠিকাদারি প্রতিষ্ঠান ভালভাবে কাজ করলেও হঠাৎ রাস্তার কাজ কেন বন্ধ করা হয়েছে এমন প্রশ্ন করে তিনি দ্রুত সময়ের মধ্যে রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি জানান। চলিশিয়া ইউপি চেয়ারম্যান নাদির হোসেন মোল্যা রাস্তাটিকে গুরুত্বপূর্ণ মনে করে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্নের দাবি জানান।