বার্সা ছাড়ার বিষয়ে মেসির বাবার ‘ইউ-টার্ন’

0

লোকসমাজ ডেস্ক॥ ফুটবল বিশ্বে গত সপ্তাহের মাঝামাঝি থেকে চলতি সপ্তাহের পুরোটা কেটে গেছে লিওনেল মেসি ও বার্সেলোনা ইস্যুতে। গত মঙ্গলবার স্প্যানিশ ক্লাবটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দল ছেড়ে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন।
সেই থেকে একের পর এক শোনা যাচ্ছে চমকপ্রদ সব খবর। যার কোনোটাই আসলে শতভাগ সত্য নয়। তবে এ বিষয়ে লিওনেল মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসির যেকোনো কথাকেই ধরতে হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য। আর তিনিই এবার জানিয়েছেন হয়তো বার্সায়ই থেকে যাবেন মেসি।
অথচ বুধবার বার্সেলোনা সভাপতি জোসেফ বার্তেম্যুর সঙ্গে বৈঠক শেষে জর্জ মেসি বলেছিলেন, ‘ন্যু ক্যাম্পে মেসির থাকা কঠিন (ডিফিকাল্ট) হয়ে দাঁড়িয়েছে। কোনোভাবেই আর তার পক্ষে বার্সায় থাকা সহজ হচ্ছে না।’ কিন্তু এবার তিনিই নিলেন ইউ-টার্ন, জানালেন এখনও বার্সায় থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে মেসির। স্প্যানিশ সংবাদমাধ্যম দেপোর্তো কুয়াত্রোর প্রতিবেদনে জানা গেছে, বৃহস্পতিবার বার্তেম্যুর সঙ্গে বৈঠকের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, ‘খুব ভালো।’ এসময় তাকে আরও জিজ্ঞেস করা হয়, এখনও কি বার্সেলোনায় থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে মেসির? এ প্রশ্নের জবাবে জর্জ মেসির উত্তর, ‘হ্যাঁ!’ জর্জ মেসির ছোট্ট এ উত্তরে এখন খুলে গেলো নতুন দ্বার। ক্লাব ছাড়ার আলোচনার সঙ্গে যুক্ত হলো ক্লাবে থেকে যাওয়ার বিষয়টিও। শেষপর্যন্ত কী হয় তা সময়ই বলে দেবে।