করোনা: ভারতে একদিনে প্রায় ৮৪ হাজার জন শনাক্ত

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতে গত ২৪ ঘন্টায় প্রায় ৮৪ হাজার জন কোভিড নাইন্টিনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড। এরফলে দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮ লাখ ৫৩ হাজার জনে। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ৬৭ হাজার ৩৭৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় মারা গেছেন ১ হাজার ৪৩ জন।ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, দেশটিতে আক্রান্তদের মধ্যে প্রায় ৩০ লাখ পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এখনো আক্রান্ত রয়েছেন ৮ লাখের বেশি। শেষ দিকে এসে ভারত করোনা পরীক্ষার গতি বৃদ্ধি করেছে।
প্রতিদিনই এখন ১০ লাখের বেশি পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘন্টায় পরীক্ষা করা হয়েছে প্রায় ১২ লাখ মানুষকে। এখন পর্যন্ত দেশটিতে মোট সাড়ে ৪ কোটি মানুষ করোনা পরীক্ষা করেছেন। বর্তমানে সংক্রমণের দিক দিয়ে ভারত বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। প্রথমেই রয়েছে যুক্তরাষ্ট্র এবং এরপরেই ব্রাজিল। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ছাড়িয়েছে। অপরদিকে ব্রাজিলের শনাক্ত হওয়া করোনা রোগী এখন ৪০ লাখ।