মেসিকে আটকানোর ভাবনায় ঘুম হারাম ইংলিশ ডিফেন্ডারের

0

লোকসমাজ ডেস্ক॥ লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার বিষয়ে এখনো অনেক আলোচনা বাকি। ইউরোপের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আর্জেন্টাইন সুপারস্টার বার্সেলোনা ছাড়লে তার নতুন ঠিকানা হবে ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত মেসির ম্যানসিটিতে যোগ দেয়াটা বাস্তবে রূপ নেবে কি না সেটার উত্তর দেবে সময়। তার আগেই ইংলিশ প্রিমিয়ার লীগের ডিফেন্ডারদের ঘুম হারাম হয়ে গেছে। তাদেরই একজন উলভারহ্যাম্পটন ডিফেন্ডার কোনোর ক্যোডে। এই ইংলিশ ডিফেন্ডার বলেন, ‘তার (মেসি) বিপক্ষে মাঠে নামার আগে আমি সম্ভবত বেশ আতঙ্কিত থাকবো। মেসির মতো একজনকে আটকানোর জন্য ভিডিও দেখে কৌশল রপ্ত করেও লাভ নেই। আপনি ব্যর্থ হবেন।
সে যদি শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লীগে আসে এটা দারুণ হবে। তবে তার ভবিষ্যত নিয়ে সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। ইংলিশ প্রিমিয়ার লীগে খেলাটা আমি মনে করি তার জন্যও দারুণ এক অভিজ্ঞতা হবে।’ ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে মেসি বেশ সফলই বলা যায়। শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লীগেই ইংলিশ দলগুলোর বিপক্ষে মুখোমুখি হয়েছেন মেসি। ইউরোপ সেরার প্রতিযোগিতায় স্বাভাবিকভাবেই শীর্ষ সারির ইংলিশ দলের মুখোমুখি হয়েছেন ছয়বারের বর্ষসেরা। ৩৪ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি ৬ গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। সবচেয়ে বেশি ৯ গোল করেছেন আর্সেনালের বিপক্ষে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৬ গোল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের জালে ৪ বার গোল উৎসব করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। চেলসির বিপক্ষে ৪ ও টটেনহামের বিপক্ষে ২ গোল মেসির।