মনিরামপুরের আলোচিত জিএম বাবুর বিরুদ্ধে ধর্ষণ মামলায় গ্রেফতারি পরোয়ানা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুরের আলোচিত জিএম বাবুর বিরুদ্ধে বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও প্রতারণার মাধ্যমে সাড়ে ২২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক মাহমুদা খাতুন গ্রেফতারি পরোয়ানার এই আদেশ জারি করেন। আসামি জিএম বাবু মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের কলেজপাড়ার মৃত ইরফান আলী গাজীর ছেলে। গত ৫ মার্চ ওই শিক্ষিকা তাকে আসামি করে আদালতে মামলা করেছিলেন।