যশোরে ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর করায় দুই যুবক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ট্রাফিক পুলিশের একজন সদস্যকে মারধরের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আটক যুবকেরা হচ্ছেন-শহরের পুরাতন কসবা গোলামপট্টির জনৈক কবিরের বাড়ির ভাড়াটিয়া আব্দুর রবের ছেলে টিটু ও সদর উপজেলার পাগলাদাহ পূর্বপাড়ার বাবুর ছেলে ওসমান।
ট্রাফিক পুলিশের এটিএসআই মনিরুজ্জামানের অভিযোগ, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের দড়াটানা মোড়ে তিনি দায়িত্ব পালন করছিলেন। এসময় একটি অবৈধ ব্যাটারি চালিত রিকশা সেখান দিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। ওই রিকশার যাত্রী ছিলেন ওই দুই যুবক। ব্যাটারি চালিত রিকশা চলাচলে বাধা দেওয়ায় তারা তাকে দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনার পর রাত সাড়ে ৮টার দিকে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মোড়ে দায়িত্ব পালন করছিলেন। এসময় উল্লিখিত দুই যুবকসহ তাদের সহযোগী আরও কয়েকজন এসে তাকে এলোপাতাড়ি মারপিট করেন। তাৎক্ষণিক তিনি ওয়্যারলেস সেটের মাধ্যমে কন্ট্রোল রুমকে অবহিত করেন। এরপর থানা পুলিশ এসে তাদেরকে আটক করে। এ ঘটনায় তিনি কোতয়ালি থানায় মামলা করেছেন। বুধবার আটক যুবকদ্বয়কে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।