মহেশপুর সীমান্ত থেকে মদ গাঁজা-ফেনসিডিল উদ্ধার

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে ফেনসিডিল, মদ ও গাঁজা উদ্ধার করেছে বিজিবি। সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ৫৮ বিজিবির অধিনস্ত যাদবপুর বিওপির হাবিলদার আব্দুর রহমানের নেতৃত্বে একটি টহলদল অভিযান চালায়। এ সময় উপজেলার কৃঞ্চপুর মাঠ থেকে ৫৪ বোতল ভারতীয় মদ, ৩৭ বোতল ফেনসিডিল ও ৯ শ গ্রাম গাঁজা উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।