কপিলমুনির হিজড়ারা বাসস্থান চায়

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার কপিলমুনিতে হিজড়া সম্প্রদায় খাদ্য নয়, তাদের বাসস্থান চায়। পাইকগাছা উপজেলার অধিকাংশ বাজারে হিজড়াদের দেখা মেলে। তাদের কোন স্থায়ী আবাসস্থল নেই। বেদে সম্প্রদায়ের মত ভ্রাম্যমাণ হিসেবে বসবাস তাদের। বর্তমান সমাজে কোন পরিবারে কেউ হিজড়া হয়ে জন্মালে সেই বাড়িতে তার কোন অধিকার থাকে না। সে কারণে তাদের বিভিন্ন জায়গা হতে আগত হিজড়াদের অন্তর্ভূক্ত হতে হয়। বাড়িঘর আত্মীয়-স্বজন ছেড়ে পরবাসী হয়ে তারা জীবনযাপন করে। কপিলমুনির হিজড়া সর্দারনী কাকলী জানান, বর্তমান চরম সামাজিক বৈষম্যের শিকার হিজড়ারা। তৃপ্তি, জুই, প্রিয়াংকা, লাবনী জানান, আমাদের কেউ ভাল চোখে দেখে না। যেখানে যাই সেখানেই সমাজের মানুষ আমাদেরকে ছোট করে। আবার অনেকে আমাদের সাথে খাতির প্রেম-ভালবাসা করে টাকা-পয়সা নিয়ে চম্পট দেয়। তারা আরও বলেন, আমরা চেয়ে চিন্তে খায়। আমাদের কেউ ঘরবাড়িতে জায়গা ও ভাড়া দিতে চায় না। আমাদের কষ্টটা কি সেটা না জেনে সমাজের মানুষ বিভিন্ন রকম মন্তব্য করে। হিজড়াদের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, ‘আমাদের দেশে হিজড়াদেরকে সামাজিকভাবে মূল্যায়ন করা হয় না, যা আমি সরেজমিনে দেখেছি। বর্তমান সরকার হিজড়াদেরকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করবে বলে আমাদেরকে জানানো হয়েছে’।