বাগেরহাটের মান্নান তালুকদারের সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের

0

খুলনা ব্যুরো ॥ বহুল আলোচিত বাগেরহাটের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের এমডি আব্দুল মান্নান তালুকদার ৪টি গাড়ি, ৩০টি ব্যাংক হিসাব, ১০৮টি জমি ক্রোক করার আদেশ দিয়েছে সিনিয়ার স্পেশাল জজ আদালত বাগেরহাট। বুধবার এই আদেশ হয়েছে বলে জানিয়েছেন খুলনা দুদকের পিপি অ্যাড. মিলন কুমার ব্যাণার্জী। এক লাখ টাকা জমা রাখলে মাসে ২৪শ’ টাকা লাভ এমন প্রতারণার ফাঁদ পেতে ৪০ হাজার গ্রাহকের কাছ থেকে ৪ হাজার কোটি টাকা আমনত সংগ্রহ করেছিল এই মান্নন তালূকদার। এ ব্যাপারে এনটিভির ক্রাইম ওয়াচে দুটি প্রতিবেদন প্রচারিত এবং মিডিয়াই সংবাদ প্রচার হবার পর বাংলাদেশ ব্যাংক এবং দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে। পরবর্তীতে বিষয়টি প্রমাণিত হওয়াই মান্নান তালুকদার সহ তার কয়েক সহযোগীর নামে। গত বছর ৩০ মে বাগেরহাট থানায় ১১০ কোটি টাকার মানি লন্ডারিং মামলা করে দুর্নীতি দমন কমিশন। এই মামলায় মান্নান তালুকদার এখন কারাগারে রয়েছেন ।