পাইকগাছা সরকারি কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন উদ্বোধন

0

পাইকগাছ (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা উপজেলা যুবলীগের উদ্যোগে পাইকগাছা সরকারি কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপনের উদ্বোধন করা হয়েছে। খুলনা-৬ সংসদ সদস্য মো. আকতারুজ্জামান বাবু বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবু হানিফ, শেখ আনিছুর রহমান মুক্ত। উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি, মোমিন উদ্দীন, আমানুল্লাহ, তারেক আহম্মেদ, উজ্জ্বল বিশ্বাস ও জগদীশ রায়। পরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়।