ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে নড়াইলে শ্রদ্ধাঞ্জলি

0

নড়াইল অফিস ॥ নড়াইলের জামাইবাবু হিসেবে খ্যাত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে সদর উপজেলার চাঁচড়া-তুলারামপুরে বুধবার দুপুরে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। প্রণব মুখার্জির পতœী নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জির নামে প্রতিষ্ঠিত শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের আয়োজনে এ শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের ট্রাস্টি কার্তিক ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জসিম উদ্দিন পিপিএম, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম ও তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বুলবুল আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার কাউন্সিলর মাহবুব আলম, এস.এম সুলতান আর্ট কলেজের অধ্যক্ষ অনাদী কুমার বৈরাগী, সাবেক কমিশনার আশোক কুণ্ডু, শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক তপন পাল চৌধুরী, নড়াইল প্রেসকাবের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের কর্মকর্তা অয়ন দাস। শ্রদ্ধাঞ্জলি শেষে জেলা প্রশাসক ও পুলিশ সপার শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের শোক বইতে শোককথা লিপিবদ্ধ করেন। স্মরণসভায় বক্তারা বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তিনি ছিলেন নড়াইলের মানুষের অতি আপনজন। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে তিনি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেলেন। বাংলাদেশের মানুষের প্রতি তাঁর যে ভালবাসা নড়াইল তথা এ দেশের মানুষ আজীবন তা স্মরণে রাখবে। উল্লেখ্য, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও তাঁর স্ত্রী শুভ্রা মুখার্জির স্মরণে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে পাঁচতলা বিশিষ্ট ভারত-বাংলাদেশ মৈত্রী ছাত্রী হোস্টেল, তুলারামপুরে দুটি মন্দির এবং তুলারামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জন্য একটি ভবন নির্মিত হয়েছে।