বেনাপোল স্থলবন্দরের শেডে বোমা বিষ্ফোরণ

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বেনাপোল স্থলবন্দরের একটি শেডে শক্তিশালী একটি বোমার বিষ্ফোরণ ঘটেছে। গতকাল বুধবার বেলা দুটোর সময় বোমাটি বিষ্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় বন্দরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান, বন্দরের ২৩ নম্বর শেডের মধ্যে সংরক্ষিত মোটরসাইকেলের পার্টসের কার্টনের ফাঁকে পাটের সুতালি দিয়ে পেঁচানো শক্তিশালী একটি হাতবোমা বিষ্ফোরিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আলামত জব্দ করে। বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে বিষ্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, দেশের একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান বেনাপোল স্থলবন্দর। সেখানে দেশের বড় বড় আমদানিকারকদের আমদানিকৃত কোটি কোটি টাকার পণ্য সংরক্ষণ থাকে। দুর্বৃত্তরা অসৎ উদ্দেশ্যে এমন হীন কাজ করতে পারে। তিনি বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি বন্দরে নিরাপত্তা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছেন।